সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের গুরুত্ব
সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে, যার বাস্তবায়নের উপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনের সময়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “জুলাই সনদের বাস্তবায়নের আলোকে নির্ভর করবে নির্বাচনটি এ বছরের ডিসেম্বরের মধ্যে হবে, নাকি আগামী বছর জুলাইয়ের মধ্যে হবে।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সাথে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।
শফিকুল আলম আরও বলেন, “কিছু সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, আর কিছু সংস্কার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেই বাস্তবায়ন সম্ভব। ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হবে, যা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে।”
আগামী নির্বাচন কবে হবে তা নির্দিষ্ট না হলেও প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, সংস্কারের অগ্রগতির ওপর ভিত্তি করে ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে।
বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা রাষ্ট্র সংস্কারের কাজ আগে শেষ করতে চান।
সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের গুরুত্ব
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে, যার বাস্তবায়নের উপর নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনের সময়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “জুলাই সনদের বাস্তবায়নের আলোকে নির্ভর করবে নির্বাচনটি এ বছরের ডিসেম্বরের মধ্যে হবে, নাকি আগামী বছর জুলাইয়ের মধ্যে হবে।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সাথে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।
শফিকুল আলম আরও বলেন, “কিছু সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, আর কিছু সংস্কার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেই বাস্তবায়ন সম্ভব। ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ প্রণীত হবে, যা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে।”
আগামী নির্বাচন কবে হবে তা নির্দিষ্ট না হলেও প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, সংস্কারের অগ্রগতির ওপর ভিত্তি করে ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে।
বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানালেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা রাষ্ট্র সংস্কারের কাজ আগে শেষ করতে চান।