image

দুর্নীতির অভিযোগে মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের তদন্তে উঠে এসেছে, মুজিবুল হক চুন্নু ও তার ব্যক্তিগত সহকারী আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি, সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং নিজের ও পরিবারের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধান চলছে।

দুদক আদালতে জানায়, অভিযুক্তরা দেশত্যাগ করতে পারেন—এমন তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি