image

বনানীতে দুর্ঘটনার জেরে সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

সোমবার, ১০ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় তার সহকর্মীরা সড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হন এবং তার এক সহকর্মী আহত হন। এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয় পাশ অবরোধ করেন।

এর ফলে বনানী, মহাখালী, ফার্মগেট, কারওয়ানবাজার, খিলগাঁও, মগবাজার, মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের প্রভাব পড়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচলও ব্যাহত হয়।

মিরপুর কাজীপাড়া থেকে বনানীতে অফিসগামী ফাতেমা আক্তার বলেন, “সকাল ৮টায় বাসা থেকে বের হলেও এখনো অফিসে পৌঁছাতে পারিনি। ফুটপাতেও প্রচণ্ড ভিড়, হেঁটে যাওয়াও কষ্টকর।”

মেরুল বাড্ডা থেকে তেজগাঁও অফিসগামী রিয়াজ হোসাইন বলেন, “অন্যদিন অফিসে যেতে ৩০ মিনিট লাগলেও আজ দুই ঘণ্টার বেশি লেগেছে। হাতিরঝিলসহ বিভিন্ন রাস্তায় তীব্র যানজট ছিল।”

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি