image

বনানী সড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

সোমবার, ১০ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় তার সহকর্মীরা যে সড়ক অবরোধ করেছিলেন, তা দুপুর দেড়টার দিকে প্রত্যাহার করেছেন।

সোমবার সকাল থেকে বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরের দিকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সারিবদ্ধ ব্যারিকেডের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের অবরোধ প্রত্যাহারে রাজি করায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, দুপুর দেড়টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

সম্প্রতি