image

সাবেক উপাচার্য আব্দুস সোবহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, কমিশনের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম এ নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, অধ্যাপক সোবহানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগের বিষয়ে তিন সদস্যের অনুসন্ধান টিম কাজ করছে।

দুদক জানায়, বর্তমানে অভিযোগের অনুসন্ধান চলছে এবং এতে জানা গেছে, তিনি অবৈধ সম্পত্তি হস্তান্তর করে বিদেশ পালানোর চেষ্টা করছেন।

অধ্যাপক সোবহান দুই মেয়াদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহ্বায়ক ছিলেন এবং সিনেট, সিন্ডিকেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

অর্থ-বাণিজ্য: সোনার দাম আবার বাড়ছে