প্রতীকী ছবি, AI দিয়ে তৈরী
রাজধানীর খিলক্ষেতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক কিশোরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা।
এসময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরে গুরুতর আহত ধর্ষণ অভিযুক্ত কিশোরকেও হাসপাতালে নেওয়া হয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন খিলক্ষেত থানার এএসআই ইসমাইল হোসেন।
কী ঘটেছিল?
মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১১টার পর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ।
তিনি বলেন, “ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে কিশোরকে ছিনিয়ে নেয় এবং মারধর করে।”
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন।
প্রতীকী ছবি, AI দিয়ে তৈরী
বুধবার, ১৯ মার্চ ২০২৫
রাজধানীর খিলক্ষেতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক কিশোরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা।
এসময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরে গুরুতর আহত ধর্ষণ অভিযুক্ত কিশোরকেও হাসপাতালে নেওয়া হয়েছে, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন খিলক্ষেত থানার এএসআই ইসমাইল হোসেন।
কী ঘটেছিল?
মঙ্গলবার (১৯ মার্চ) রাত ১১টার পর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ।
তিনি বলেন, “ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নেওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকায় জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে কিশোরকে ছিনিয়ে নেয় এবং মারধর করে।”
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন।