বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
মানববন্ধনে মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ–সভাপতি মাখদুমা নার্গিস রত্না বলেন, “আমরা অতীতেও নারীর প্রতি সহিংসতা দেখেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নির্যাতনের যে ভয়াবহতা দেখা যাচ্ছে, তা অবর্ণনীয়। আগে বাংলাদেশে এমন পরিস্থিতি ছিল না।”
নারী নির্যাতনের প্রকৃত চিত্র গণমাধ্যমে তুলে ধরা হয় না বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, “মাগুরার শিশুটির ঘটনা আমাদের বিবেক নাড়া দিয়েছে। কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বহু নারী ও শিশু যৌন নির্যাতন ও প্রতিহিংসার শিকার হচ্ছে, যা সঠিকভাবে প্রচার হচ্ছে না।”
মানববন্ধনে বিচার বিভাগের দীর্ঘসূত্রতা দূর করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান জাতীয় মহিলা পরিষদের পরিচালক জনা গোস্বামী।
এছাড়া, ধর্ষণ বিষয়ক ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন মহিলা পরিষদের নেতারা। তারা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কথা বলা উচিত। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা একটি মারাত্মক ব্যাধি, এটিকে রাজনৈতিকভাবে না জড়ানোর আহ্বান জানাই।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন হেনা চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মহিলা পরিষদের নেতা ফেরদৌস জামান (রত্না)। এছাড়া সংগঠনের পরিচালক দীপ্তি শিকদার, রেহানা ইউনুস, কানিজ ফাতেমাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৯ মার্চ ২০২৫
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
মানববন্ধনে মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ–সভাপতি মাখদুমা নার্গিস রত্না বলেন, “আমরা অতীতেও নারীর প্রতি সহিংসতা দেখেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নির্যাতনের যে ভয়াবহতা দেখা যাচ্ছে, তা অবর্ণনীয়। আগে বাংলাদেশে এমন পরিস্থিতি ছিল না।”
নারী নির্যাতনের প্রকৃত চিত্র গণমাধ্যমে তুলে ধরা হয় না বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, “মাগুরার শিশুটির ঘটনা আমাদের বিবেক নাড়া দিয়েছে। কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বহু নারী ও শিশু যৌন নির্যাতন ও প্রতিহিংসার শিকার হচ্ছে, যা সঠিকভাবে প্রচার হচ্ছে না।”
মানববন্ধনে বিচার বিভাগের দীর্ঘসূত্রতা দূর করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান জাতীয় মহিলা পরিষদের পরিচালক জনা গোস্বামী।
এছাড়া, ধর্ষণ বিষয়ক ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন মহিলা পরিষদের নেতারা। তারা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কথা বলা উচিত। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা একটি মারাত্মক ব্যাধি, এটিকে রাজনৈতিকভাবে না জড়ানোর আহ্বান জানাই।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন হেনা চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মহিলা পরিষদের নেতা ফেরদৌস জামান (রত্না)। এছাড়া সংগঠনের পরিচালক দীপ্তি শিকদার, রেহানা ইউনুস, কানিজ ফাতেমাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।