image

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

শনিবার, ২২ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। শনিবার দুপুর দেড়টার দিকে জুলাই মঞ্চের ব্যানারে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে বিক্ষোভ শুরু করেন।

বেলা তিনটার দিকে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কের মাঝখানে বসে নানা স্লোগান দিচ্ছেন। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং কিছুটা যানজট দেখা দেয়। তবে বিক্ষোভকারীদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

আন্দোলনকারীরা বলেন, "কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ।" তাঁরা আরও বলেন, "রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো নামে হোক, তাদের রাজনীতি করতে দেওয়া হবে না। প্রয়োজনে ছাত্র-জনতা আবার রক্ত দেবে, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না।"

শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলেও যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

সম্প্রতি