রাজধানীতে প্রায় দেড় লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিলের একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), আল মামুন (৩২), মো. ফারুক (৪৬) ও তার স্ত্রী তানিয়া (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা মেট্রো) শামীম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চক্রটিকে ধরার চেষ্টা চলছে। চক্রটির সদস্যরা টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবার বড় চালান ঢাকায় এনে পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।
তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের পাদানির প্যানেলে লুকানো অবস্থায় ৮০০টি প্যাকেটে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার, ২২ মার্চ ২০২৫
রাজধানীতে প্রায় দেড় লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিলের একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), আল মামুন (৩২), মো. ফারুক (৪৬) ও তার স্ত্রী তানিয়া (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ঢাকা মেট্রো) শামীম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চক্রটিকে ধরার চেষ্টা চলছে। চক্রটির সদস্যরা টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবার বড় চালান ঢাকায় এনে পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।
তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের পাদানির প্যানেলে লুকানো অবস্থায় ৮০০টি প্যাকেটে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।