রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় মো. মেহেদী (২২) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী ধানমন্ডি নিউ মডেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শাহবাগ এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল হক জানান, মেহেদী ডিউটিরত অবস্থায় মিরপুরগামী বিকল্প পরিবহনের একটি বাসের ধাক্কায় ডান পায়ে আঘাত পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে, তবে অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক মো. সোহেল (৩৫) আটক রয়েছেন। আহত মেহেদীর বাড়ি হাজারীবাগ এলাকায়, তাঁর বাবার নাম চান মিয়া।
সোমবার, ২৪ মার্চ ২০২৫
রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় মো. মেহেদী (২২) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী ধানমন্ডি নিউ মডেল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি শাহবাগ মোড়ে ট্রাফিক সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শাহবাগ এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল হক জানান, মেহেদী ডিউটিরত অবস্থায় মিরপুরগামী বিকল্প পরিবহনের একটি বাসের ধাক্কায় ডান পায়ে আঘাত পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে, তবে অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক মো. সোহেল (৩৫) আটক রয়েছেন। আহত মেহেদীর বাড়ি হাজারীবাগ এলাকায়, তাঁর বাবার নাম চান মিয়া।