image

মালাকারটোলা গণহত্যার শহীদদের স্বীকৃতি দাবি

নিজস্ব বার্তা পরিবেশক

পুরান ঢাকার লোহার পুলের কাছে মালাকারটোলা গণহত্যার শহিদদের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়েছেন মালাকারটোল শহীদ স্মৃতি সংসদের সভাপতি বাবলু দে। আজ বৃহস্পতিবার মালাকারটোলা শহীদস্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে স্মরণ অনুষ্ঠানে তিনি এ দাবি তুলে ধরেন।

আজ ২৭ মার্চ ছিল মালাকারটোলা গণহত্যা দিবস। এ উপলক্ষে শহীদদের স্বজন ও স্থানীয় লোকদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

এর আগে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন শহীদ পরিবার সদস্য, লোহার পুল মালাকরটোল ১৯৭১ শহীদ স্মৃতি সংসদে নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ও শহীদ স্মৃতি গ্রন্থাগারের সদস্যরা।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি