ঢাকার বনানীতে একটি বাস উল্টে ৪২ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে শ্রমিকদের নিয়ে ঢাকা থেকে গাজীপুরের কালীগঞ্জে যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
‘পরিস্থান পরিবহন’ কোম্পানির ওই বাসটি কালীগঞ্জ এলাকার ‘পূর্বাচল অ্যাপারেল লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, “ফজরের পরপরই আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ইউটার্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। বাসের চালক, সহকারীসহ সব শ্রমিকই কমবেশি আহত হয়েছেন।”
আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে বেলা পৌনে ১২টার দিকে ওসি রাসেল জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
ঢাকার বনানীতে একটি বাস উল্টে ৪২ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে শ্রমিকদের নিয়ে ঢাকা থেকে গাজীপুরের কালীগঞ্জে যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।
‘পরিস্থান পরিবহন’ কোম্পানির ওই বাসটি কালীগঞ্জ এলাকার ‘পূর্বাচল অ্যাপারেল লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, “ফজরের পরপরই আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ইউটার্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। বাসের চালক, সহকারীসহ সব শ্রমিকই কমবেশি আহত হয়েছেন।”
আহতদের দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে বেলা পৌনে ১২টার দিকে ওসি রাসেল জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।