সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩১১ কোটির সন্দেহজনক লেনদেনের মামলা

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ উপসহকারী পরিচালক আফিয়া খাতুন মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ হাবিব হাসান একজন সরকারি কর্মচারী হিসেবে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এছাড়া, তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাবে মোট ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি