সংবাদ অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবি: ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’

image

ছয় দফা দাবি: ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘কাফন মিছিল’ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীরা আজকের কর্মসূচির ঘোষণা দেন। সেই অনুযায়ী আজ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই ‘কাফন মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বেলা দুইটার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে থেকে শুরু হয় মিছিলটি। শিক্ষার্থীদের মাথায় ও গায়ে ছিল কাফনের কাপড়। তারা ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি তেজগাঁওয়ের প্রধান সড়ক হয়ে সাতরাস্তা ঘুরে পুনরায় ইনস্টিটিউটের মূল ফটকে গিয়ে শেষ হয়। সেখানে কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে গত বুধবার ছয় দফা দাবিতে দেশব্যাপী সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ফলে জনসাধারণকে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয়।

বৃহস্পতিবার রেল অবরোধের ঘোষণাও দেওয়া হয়েছিল, তবে দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকায় আন্দোলনকারীরা সে কর্মসূচি শিথিল করেন। কিন্তু নির্ধারিত সময়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বৈঠকে উপস্থিত না হওয়ায় অসন্তুষ্ট হন শিক্ষার্থীরা।

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিন উপস্থিত থাকলেও, শিক্ষার্থীরা বলেন—আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, মৌখিক আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন এবং শুক্রবারের ‘কাফন মিছিল’-এর ডাক দেন।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ

» খুলনায় আদালত ফটকের সামনে দুই যুবক খুন, মামলা হয়নি; আটককৃতকে ফাঁসানোর অভিযোগ

» দোহারে ফ্রি ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

» খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

» কামরাঙ্গীরচরে যুবককে কুপিয়ে হত্যা

» মনির হত্যায় ‘ইশারায় গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন হাজী সেলিম, আদালতকে আইও

» প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

» খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ‘গুজব’ না ছড়ানোর আহ্বান ডা. জাহিদের

» সিদ্ধিরগঞ্জে সওজের জায়গা দখলে করে বাস ডিপো

» খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জনতা ব্যাংক সিবিএ’র বিশেষ দোয়া মাহফিল