রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ২৩ বছর বয়সী পারভেজের বাড়ি ময়মনসিংহে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, শনিবার বিকাল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ নিহত হন।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের একটি ফেইসবুক পোস্টে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ওই পোস্টে নিহত পারভেজের একটি ছবিও শেয়ার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। ২৩ বছর বয়সী পারভেজের বাড়ি ময়মনসিংহে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, শনিবার বিকাল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ নিহত হন।
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের একটি ফেইসবুক পোস্টে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। ওই পোস্টে নিহত পারভেজের একটি ছবিও শেয়ার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীর লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।