রাজধানীর গুলশানে প্যাডেলচালিত দুটি রিকশা লেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে বনানী ১১ নম্বর ব্রিজ ও তার পাশ থেকে এই দুটি রিকশা লেকে ফেলে দেন বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা চালাতে না পারার ক্ষোভ থেকে এই চালকেরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় তাঁরা প্যাডেলচালিত রিকশাগুলোর চলাচলে বাধা দেন এবং একপর্যায়ে দুটি রিকশা লেকে ছুড়ে ফেলেন।
বিক্ষোভকারীরা বলেন, "আমাদের চলতে না দিলে, কারও চলা হবে না।" তাদের বক্তব্য, কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করলেও প্যাডেলচালিত রিকশার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
রাজধানীর গুলশানে প্যাডেলচালিত দুটি রিকশা লেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে বনানী ১১ নম্বর ব্রিজ ও তার পাশ থেকে এই দুটি রিকশা লেকে ফেলে দেন বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা চালাতে না পারার ক্ষোভ থেকে এই চালকেরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় তাঁরা প্যাডেলচালিত রিকশাগুলোর চলাচলে বাধা দেন এবং একপর্যায়ে দুটি রিকশা লেকে ছুড়ে ফেলেন।
বিক্ষোভকারীরা বলেন, "আমাদের চলতে না দিলে, কারও চলা হবে না।" তাদের বক্তব্য, কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করলেও প্যাডেলচালিত রিকশার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।