রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছিল। একপর্যায়ে তারা সিটি কলেজের কাছাকাছি পৌঁছালে উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় সায়েন্স ল্যাব এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ১টা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে তা এখন নিয়ন্ত্রণে। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত ১৫ এপ্রিলও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছিল। একপর্যায়ে তারা সিটি কলেজের কাছাকাছি পৌঁছালে উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় সায়েন্স ল্যাব এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ১টা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে তা এখন নিয়ন্ত্রণে। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত ১৫ এপ্রিলও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছিল।