ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে বেসরকারি আইসিইউতে রোগীকে ভাগিয়ে নেওয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দালালচক্রের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
আজ বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শাহাদাত হোসেনের সাথে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের কর্মী শাহাদাত শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালের ব্যবসায়িক পার্টনার। তিনি রোগী ভাগিয়ে নিয়ে শ্যামলীর ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে রোগী দেন। আর আব্দুল্লাহ রোগী পাঠান শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে। মূলত রোগী ভাগিয়ে নেওয়ার সিন্ডিকেটের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনায় সংঘর্ষটি ঘটেছে।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে বেসরকারি আইসিইউতে রোগীকে ভাগিয়ে নেওয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দালালচক্রের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
আজ বৃহস্পতিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শাহাদাত হোসেনের সাথে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের কর্মী শাহাদাত শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালের ব্যবসায়িক পার্টনার। তিনি রোগী ভাগিয়ে নিয়ে শ্যামলীর ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে রোগী দেন। আর আব্দুল্লাহ রোগী পাঠান শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে। মূলত রোগী ভাগিয়ে নেওয়ার সিন্ডিকেটের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনায় সংঘর্ষটি ঘটেছে।