রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য আগামীর আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন নিয়ে প্লট বরাদ্দপ্রাপ্তরা তাদের সারাজীবনের সঞ্চিত অর্থ বিনিয়োগ করেছেন। তবে স্বপ্ন ও বাস্তবতার মধ্যে দেখা দিয়েছে বিশাল ফারাক। সেই বাস্তবতায় নিত্যদিন নানা সমস্যা ও বাঁধার সম্মুখীন হচ্ছেন তারা।
এই সীমাহীন সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ এবং উত্তরণের পথ খোঁজার লক্ষ্যে পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির প্রথম সভা শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পূর্বাচল ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সোসাইটির মুখ্য সংগঠক ও সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক পূর্বাচল নতুন শহরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে একটি সুন্দর ও গঠনমূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
তিনি পূর্বাচলকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের জন্য পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পৃথক সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা এবং মেট্রোপলিটন পুলিশের তিনটি থানা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন ডেসকোর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তার এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ পূর্বাচল প্লট বরাদ্দপ্রাপ্ত অনেক সাবেক ও বর্তমান সচিব, আমলা এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না