image

দুদক শুরু করেছে দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দুদক এরই মধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে।

রোববার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, "দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতির বিষয়ে আমরা দুদকের আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব।"

মোয়াজ্জেম হোসেনকে ২২ এপ্রিল এক প্রজ্ঞাপনে অব্যাহতি দেওয়া হয়। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৮ এপ্রিলই তাকে অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অব্যাহতি দেওয়া হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড

সম্প্রতি