সিলেট বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

চিকিৎসা সেবায় এক অনন্য উদাহরণ সৃষ্টির প্রত্যয় নিয়ে যাত্রা শরু করেছে বেসরকারি হাসপাতাল। সিলেটের সকল পর্যায়ের প্রাইভেট হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সর্বাধুনিক মানউন্নয়ন এবং সিলেটবাসীর সর্বোত্তম স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে রবিবার (২৭ এপ্রিল) সিলেট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনোষ্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ডাঃ নাসিম আহমদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন ডাঃ সুলাইমান আহমদ।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের খান, ডাঃ আখতারুজ্জামান, ডাঃ মোঃ শাহ নেওয়াজ চৌধুরী, ডাঃ মোঃ আজিজুর রহমান রোমান, যুগ্ম সম্পাদক জাকির আহমদ চৌধুরী, কোষাধক্ষ্য ডাঃ মোঃ খায়রুজ্জামান রনি, সাংগঠনিক ডাঃ নাহিয়ান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ সেলিম আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ কয়েস আহমদ।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- ডাঃ মাহমুদুল মজিদ চৌধুরী, ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, ডাঃ মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, ডাঃ মোঃ শাকির আহমদ শাহিন, ডাঃ মোঃ জাকির হোসেন তাপু, ডাঃ মোঃ আমান উল্লাহ, ডা: কাজী মামুর, মোঃ নজরুল হোসেন, মোঃ হাফিজুর রহমান, জুবায়ের আহমদ জুবের।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি