রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা—এমন অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতের এ ঘটনায় ২০ বছর বয়সী আফতাব আহমেদ আবির আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আবির উত্তরা ইউনাইটেড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।
আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ জানান, তাদের বাসা দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায়। মঙ্গলবার বিকেলে আবির গোপীবাগ এলাকায় আত্মীয়দের বাসায় যান। রাত ৯টার দিকে কমলাপুর থেকে বিমানবন্দর রেলস্টেশনে যাওয়ার জন্য ট্রেনের ছাদে ওঠেন।
ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলস্টেশন অতিক্রম করার সময় ৩-৪ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আলাউদ্দিন জানান, পথচারীরা গুরুতর আহত অবস্থায় আবিরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন।
বুধবার, ০৭ মে ২০২৫
রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা—এমন অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতের এ ঘটনায় ২০ বছর বয়সী আফতাব আহমেদ আবির আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আবির উত্তরা ইউনাইটেড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার।
আবিরের বাবা আলাউদ্দিন আল আজাদ জানান, তাদের বাসা দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায়। মঙ্গলবার বিকেলে আবির গোপীবাগ এলাকায় আত্মীয়দের বাসায় যান। রাত ৯টার দিকে কমলাপুর থেকে বিমানবন্দর রেলস্টেশনে যাওয়ার জন্য ট্রেনের ছাদে ওঠেন।
ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলস্টেশন অতিক্রম করার সময় ৩-৪ জন ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আলাউদ্দিন জানান, পথচারীরা গুরুতর আহত অবস্থায় আবিরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থী ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন।