রাজধানীর আদাবরে দুই পক্ষের সংঘাত থামাতে গিয়ে পুলিশের গাড়িচালক ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন। সোমবার মধ্যরাতের এ ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
আহত কনস্টেবল আল আমিনকে হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আদাবর থানার গাড়িচালক এবং ঘটনার সময় একটি পিকআপ ভ্যানে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রাতের বেলা ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গাড়ির কাছে থাকা চালক আল আমিনকে এক পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে চলে যায়।
তিনি আরও বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি— এরা কারা এবং কোন গ্রুপের সঙ্গে জড়িত ছিল।”
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর আদাবরে দুই পক্ষের সংঘাত থামাতে গিয়ে পুলিশের গাড়িচালক ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন। সোমবার মধ্যরাতের এ ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
আহত কনস্টেবল আল আমিনকে হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আদাবর থানার গাড়িচালক এবং ঘটনার সময় একটি পিকআপ ভ্যানে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, রাতের বেলা ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় গাড়ির কাছে থাকা চালক আল আমিনকে এক পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে চলে যায়।
তিনি আরও বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি— এরা কারা এবং কোন গ্রুপের সঙ্গে জড়িত ছিল।”