রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আবাসিক এলাকার একটি লাইব্রেরিতে আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় এমন অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের সময় লাইব্রেরিতে থাকা বই, চেয়ার-টেবিল ও আসবাব লুট করারও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ইউনাইটেড ব্রাদার্স নামে একটি ক্রিকেট ক্লাব এই লাইব্রেরিটি পরিচালনা করে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এলাকার চার নম্বর গেটের সামনের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাত আড়াইটার দিকে আবাসিক এলাকার ভেতরের ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের মাঠ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন, হাবিবুল বাশার ও আবরার হানিফের গ্রুপের সঙ্গে আবাসিক এলাকার মোস্তাফিজ হাবিব সুনমের অনুসারীদের মধ্যে মারামারি হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেনসহ কয়েকজন আহত হন। অভিযোগ করা হয়, ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের লাইব্রেরি থেকে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এরপর এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা সেখানে ভাঙচুর চালান বলে লাইব্রেরি পরিচালনায় যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন। হামলাকারীরা অভিযোগ করেন, ভাঙচুরের সময় আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে বসে আড্ডা দিচ্ছিলেন।
ভাঙচুরের ঘটনায় ইউনাইটেড ব্রাদার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ ফাহাদ তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, উন্মুক্ত লাইব্রেরি ও ইউনাইটেড ক্লাবের অস্থায়ী অফিসকক্ষে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের পাশাপাশি লাইব্রেরিতে থাকা বই, ৪০টি চেয়ার, পাঁচটি টেবিল, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি হার্ডডিস্ক, একটি রাউটার, ক্লাবের মাঠের ৩০টি ফ্লাডলাইট, ক্রিকেট খেলার সামগ্রীসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এ ছাড়া অফিসকক্ষ ও লাইব্রেরি ভাঙচুরে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আব্দুল্লাহ ফাহাদ আল ফয়সাল বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আমাদের উন্মুক্ত লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়েছে। আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে আড্ডা দেয় ট্যাগ দিয়ে এই ভাঙচুর করা হয়েছে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, লাইব্রেরির ভেতর থেকে ২০-৩০ জনের একটি দল দা, স্টাম্প, লাঠিসোঁটা দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর হাত ভেঙে যায়। ক্ষোভে সাধারণ মানুষ যেসব জায়গায় লাঠিসোঁটা ছিল সেগুলো ভেঙে ফেলে। তিনি দাবি করেন, লাইব্রেরি ভাঙচুর করা হয়নি, বরং ঘটনাকে ভিন্ন খাতে নিতে অপপ্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে বিরোধে জড়িত মোস্তাফিজ হাবিব সুনম বলেন, আবাসিক এলাকায় আন্দোলনের সাবেক কয়েকজন নেতা অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দোকান এলাকায় রাতুল ও পারভেজ নামে দুই ছেলেকে মারধর করা হয়। তিনি ঘটনাটি মীমাংসা করতে গেলে রাসেল, আবুল বাশার, আবরার হানিফসহ অন্যরা বেয়াদবি করে। যার ফলে তাঁর সঙ্গে থাকা ছোট ভাইয়েরা তাদের মারধর করে। পরে তারা লাইব্রেরি ভাঙচুরের মতো জঘন্য কাজ করে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের জেরে লাইব্রেরি ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে রাতের অন্ধকারে কারা এটি ঘটিয়েছে, তা শনাক্ত করা যায়নি।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আবাসিক এলাকার একটি লাইব্রেরিতে আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় এমন অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের সময় লাইব্রেরিতে থাকা বই, চেয়ার-টেবিল ও আসবাব লুট করারও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ইউনাইটেড ব্রাদার্স নামে একটি ক্রিকেট ক্লাব এই লাইব্রেরিটি পরিচালনা করে আসছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এলাকার চার নম্বর গেটের সামনের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাত আড়াইটার দিকে আবাসিক এলাকার ভেতরের ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের মাঠ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন, হাবিবুল বাশার ও আবরার হানিফের গ্রুপের সঙ্গে আবাসিক এলাকার মোস্তাফিজ হাবিব সুনমের অনুসারীদের মধ্যে মারামারি হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেনসহ কয়েকজন আহত হন। অভিযোগ করা হয়, ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের লাইব্রেরি থেকে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এরপর এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা সেখানে ভাঙচুর চালান বলে লাইব্রেরি পরিচালনায় যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন। হামলাকারীরা অভিযোগ করেন, ভাঙচুরের সময় আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে বসে আড্ডা দিচ্ছিলেন।
ভাঙচুরের ঘটনায় ইউনাইটেড ব্রাদার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ ফাহাদ তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, উন্মুক্ত লাইব্রেরি ও ইউনাইটেড ক্লাবের অস্থায়ী অফিসকক্ষে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের পাশাপাশি লাইব্রেরিতে থাকা বই, ৪০টি চেয়ার, পাঁচটি টেবিল, চারটি সিসিটিভি ক্যামেরা, একটি হার্ডডিস্ক, একটি রাউটার, ক্লাবের মাঠের ৩০টি ফ্লাডলাইট, ক্রিকেট খেলার সামগ্রীসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এ ছাড়া অফিসকক্ষ ও লাইব্রেরি ভাঙচুরে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আব্দুল্লাহ ফাহাদ আল ফয়সাল বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আমাদের উন্মুক্ত লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়েছে। আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে আড্ডা দেয় ট্যাগ দিয়ে এই ভাঙচুর করা হয়েছে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, লাইব্রেরির ভেতর থেকে ২০-৩০ জনের একটি দল দা, স্টাম্প, লাঠিসোঁটা দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর হাত ভেঙে যায়। ক্ষোভে সাধারণ মানুষ যেসব জায়গায় লাঠিসোঁটা ছিল সেগুলো ভেঙে ফেলে। তিনি দাবি করেন, লাইব্রেরি ভাঙচুর করা হয়নি, বরং ঘটনাকে ভিন্ন খাতে নিতে অপপ্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে বিরোধে জড়িত মোস্তাফিজ হাবিব সুনম বলেন, আবাসিক এলাকায় আন্দোলনের সাবেক কয়েকজন নেতা অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দোকান এলাকায় রাতুল ও পারভেজ নামে দুই ছেলেকে মারধর করা হয়। তিনি ঘটনাটি মীমাংসা করতে গেলে রাসেল, আবুল বাশার, আবরার হানিফসহ অন্যরা বেয়াদবি করে। যার ফলে তাঁর সঙ্গে থাকা ছোট ভাইয়েরা তাদের মারধর করে। পরে তারা লাইব্রেরি ভাঙচুরের মতো জঘন্য কাজ করে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের জেরে লাইব্রেরি ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে রাতের অন্ধকারে কারা এটি ঘটিয়েছে, তা শনাক্ত করা যায়নি।