ঢাকায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এরমধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আগামীকাল থেকে মৌসুমি বায়ুর প্রভাবের বৃষ্টির প্রভাব শুরু হবে। ৪ তারিখ পর্যন্ত চলবে। আগামীকাল বৃষ্টি বাড়বে, ঢাকায় ভারি বর্ষণের সতর্কতা দিচ্ছি। জলাবদ্ধতার সতর্কতা জানিয়ে দিচ্ছি, কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী চারদিন এমন ভারি বর্ষণ হতে পারে। জলাবদ্ধতা থেকে দুর্ভোগ কমাতে আগামী ২৪ ঘণ্টায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
কেবল রাজধানী নয়, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। রাতভর বৃষ্টিতে ঢাকার অনেক সড়কে পানি জমে গেছে। বুধবার সকাল থেকেও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে, এতে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছে।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আট বিভাগেই ভারি বর্ষণের আভাস দিয়েছে সংস্থাটি।
বুধবার, ০১ অক্টোবর ২০২৫
ঢাকায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এরমধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তিনি বলেন, “আগামীকাল থেকে মৌসুমি বায়ুর প্রভাবের বৃষ্টির প্রভাব শুরু হবে। ৪ তারিখ পর্যন্ত চলবে। আগামীকাল বৃষ্টি বাড়বে, ঢাকায় ভারি বর্ষণের সতর্কতা দিচ্ছি। জলাবদ্ধতার সতর্কতা জানিয়ে দিচ্ছি, কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী চারদিন এমন ভারি বর্ষণ হতে পারে। জলাবদ্ধতা থেকে দুর্ভোগ কমাতে আগামী ২৪ ঘণ্টায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
কেবল রাজধানী নয়, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। রাতভর বৃষ্টিতে ঢাকার অনেক সড়কে পানি জমে গেছে। বুধবার সকাল থেকেও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে, এতে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছে।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আট বিভাগেই ভারি বর্ষণের আভাস দিয়েছে সংস্থাটি।