ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সাভারের আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীরের মাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এরআগে মঙ্গলবার (২ ডিসেম্বর) আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা টানবাড়ী গ্রামের ওমর ভূইয়ার ছেলে দেলোয়ার ভূইয়া(২২),মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলাহাটা গ্রামের জাকির হোসেন চিশতি মেথুর ছেলে তাজুল ইসলাম তাজ (২০), নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সাহামোয়াটি গ্রামের বিবেক চন্দ্র সাহার ছেলে শ্রাবন সাহা উৎস(২১) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার নিরিবিলি এলাকার আবুল দেওয়ানের ছেলে অন্তু দেওয়ান(২৪)। তারা সবাই গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী।
পুলিশ জানায়, সোমবার ( ৭ এপ্রিল) শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্তরা ঘুরতে বের হয়। এর এক পর্যায়ে নেশা দ্রব্য খাইয়ে সাভারের বাইশমাইল এলাকায় একটি ম্যাচে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী তরুণী বিশ্ববিদ্যালয়ে এসে মঙ্গলবার (২ ডিসেম্বর) আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে চার জনকে আজ সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
গণবিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারি রেজিস্টার সারমিন সুলতানা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি অবহিত করেনি। কোনও অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান তিনি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
সাভারের আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীরের মাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এরআগে মঙ্গলবার (২ ডিসেম্বর) আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা টানবাড়ী গ্রামের ওমর ভূইয়ার ছেলে দেলোয়ার ভূইয়া(২২),মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলাহাটা গ্রামের জাকির হোসেন চিশতি মেথুর ছেলে তাজুল ইসলাম তাজ (২০), নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সাহামোয়াটি গ্রামের বিবেক চন্দ্র সাহার ছেলে শ্রাবন সাহা উৎস(২১) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার নিরিবিলি এলাকার আবুল দেওয়ানের ছেলে অন্তু দেওয়ান(২৪)। তারা সবাই গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী।
পুলিশ জানায়, সোমবার ( ৭ এপ্রিল) শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্তরা ঘুরতে বের হয়। এর এক পর্যায়ে নেশা দ্রব্য খাইয়ে সাভারের বাইশমাইল এলাকায় একটি ম্যাচে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী তরুণী বিশ্ববিদ্যালয়ে এসে মঙ্গলবার (২ ডিসেম্বর) আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে চার জনকে আজ সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
গণবিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারি রেজিস্টার সারমিন সুলতানা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি অবহিত করেনি। কোনও অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান তিনি।