লিয়াকত আলী বাদল, রংপুর

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

রংপুর: বদলির পরও সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করছেন সাবেক প্রধান নির্বাহী

image
রংপুর সিটি করপোরেশনের এই সেই গাড়ি যেটি রাজশাহীতে বদলি হওয়ার পরও ব্যবহার করছেন সরকারি কর্মকর্তা উম্মে ফাতেমা -সংবাদ

রংপুর: বদলির পরও সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করছেন সাবেক প্রধান নির্বাহী

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
লিয়াকত আলী বাদল, রংপুর

রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়ে চলে গেছেন প্রায় দু’মাস আগে। কিন্তু এখনও তিনি সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করছেন। শুধু তাই নয়, ওই গাড়ির জ্বালানি তেলও করপোরেশনের টাকায়ই যোগান দেয়া হচ্ছে।

৮ মাসে তার গাড়ির জ্বালানি তেল পুড়েছে ৫ হাজার ২শ’ ৮০ লিটার

৫ বছরে ২ বার পদোন্নতি পেয়ে প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন উম্মে ফাতেমা

রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার এক কর্মকর্তা এবং ওই গাড়ির চালক বিষয়টি স্বীকার করেছেন। তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে এই ব্যবস্থা।

আর প্রধান নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালনকালে উম্মে ফাতেমা মাত্র ৮ মাসে ৫ হাজার ২শ’ ৮০ লিটার জ্বালানি তেল ব্যবহার করেছেন। যা সব নিয়মের লংঘন বলে অভিযোগ উঠেছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, উম্মে ফাতেমা প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে রংপুর সিটি করপোরেশনে ৫ বছর আগে যোগদান করে দুটি পদোন্নতি পেয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হন।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। ২০২০ সালের ২১ জানুয়ারী প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে রংপুর সিটি করপোরেশনে যোগ দেন তিনি। তারপর ২০২২ সালের ৮ আগষ্ট পদোন্নতি পেয়ে সচিব হন।

তথ্য অধিকার আইনে আবেদন করে পাওয়া নথি বলছে, চলতি বছরের ১২ অক্টোবর উম্মে ফাতেমা রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পান। এরপর ১৫ অক্টোবর তিনি রংপুর সিটি করপোরেশন থেকে রিলিজ নিয়ে চলে যান।

করপোরেশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি পাজেরো গাড়ি ব্যবহার করতেন, যার নম্বর ১৬২/ম। সেই গাড়িতে করে দুই মাস ধরে তিনি রংপুর থেকে বগুড়া পর্যন্ত যাতায়াত করছেন।

## যেভাবে ‘বেআইনি’ গাড়ি ব্যবহার

উম্মে ফাতেমা বদলি হয়ে চলে গেলেও তার পরিবার রংপুরেই থাকছে। রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার একাধিক কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন, যেহেতু প্রধান নির্বাহী কর্মকর্তা পদে এখনও কোনো কর্মকর্তা যোগদান করেন নাই, এ সুযোগ কাজে লাগিয়ে উম্মে ফাতেমা প্রতিদিন রংপুর থেকে গাড়িতে করে বগুড়া পর্যন্ত যান। সেখান থেকে রাজশাহী হতে আসা গাড়িতে বাকি পথ যাতায়াত করেন। এভাবে গত দু’মাস ধরে সিটি করপোরেশনের জ্বালানি ব্যবহার করে বেআইনিভাবে গাড়ি ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযোগ, উম্মে ফাতেমার স্বামী ও পরিবারের লোকজন বেআইনিভাবে ওই গাড়ি ব্যবহার করেছেন। যে কারণে গত ৮ মাসে তিনি ৫ হাজার ২শ’ ৮০ লিটার জ্বালানি ব্যবহার করেছেন। এ ব্যাপারে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠলেও আমলে নেননি ওই কর্মকর্তা।

## যা বললেন যান্ত্রিক শাখার কর্মকর্তা, গাড়ির চালক

এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার কর্মকর্তা সাজ্জাদের সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে গেলে তিনি স্বীকার করেন উম্মে ফাতেমা বদলি হওয়ার পরও দুইমাস ধরে সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করছেন। তিনি জানান ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে’ এটা চলছে। তবে এ ব্যাপারে তিনি আর কিছু বলতে পারবেন না বলে জানান।

আর ওই গাড়ির চালক বাবুর সঙ্গে মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তার গাড়িতে করে উম্মে ফাতেমা কয়েকবার যাতায়াত করেছেন। তবে তিনিও এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি।

তবে যান্ত্রিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এটিএম শামসুজ্জামান বলেন বিষয়টি তার ‘জানা নেই’। মঙ্গলবার, বিকেলে মোবাইলে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

‘নগর-মহানগর’ : আরও খবর

» আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা

» আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

» আইজিপির অপসারণ ও শাস্তির দাবিতে শাহবাগে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

» পুরনো মোবাইল আমদানিতে বিটিআরসির ‘না’, ব্যবসায়ীরাও অনড়

» নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নাগরিকদের ১৩ দফা ইশতেহার, ঢাকায় জ্বালানি সম্মেলন

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’: প্রথম ব্যাচের ক্লাস শুরু ১ জানুয়ারি

» বিটিআরসি ঘেরাও: মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভে দুর্ভোগে হাজারো মানুষ

» অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন ঘেরাও, যানজটে চরম দুর্ভোগ

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ