সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

পুরনো মোবাইল আমদানিতে বিটিআরসির ‘না’, ব্যবসায়ীরাও অনড়

image

পুরনো মোবাইল আমদানিতে বিটিআরসির ‘না’, ব্যবসায়ীরাও অনড়

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আন্দোলন, ভবন ঘেরাও, সড়কে জ্বালাও পোড়াওয়ের পরও অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সিদ্ধান্তে অটল অবস্থানে আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির সঙ্গে মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) বৈঠক ফলপ্রসু হয়নি বলে জানিয়েছেন গ্রে মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা। তারা চান বিদেশ থেকে পুরনো মোবাইল আমদানি করতে, আর বিটিআরসি জানিয়ে দিয়েছে এ বিষয়ে তাদের নতুন কোনো সিদ্ধান্ত নেই।

দেশের অননুমোদিত মোবাইল আমদানিকারক ও বিক্রেতা এই ব্যবসায়ীরা গত রোববার প্রায় ১০ ঘণ্টা আগারগাঁওয়ের সড়ক আটকে রেখে বিক্ষোভের পর তাদের সঙ্গে মঙ্গলবার (গতকাল) সভা করার সিদ্ধান্ত দেয় বিটিআরসি। মঙ্গলবার বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে শুরু হওয়া ওই বৈঠকে গ্রে মার্কেটের ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

এই সভাকে ঘিরে বেলা ১১টার আগে থেকেই বিটিআরসি ভবনের আশপাশে জড়ো হন মোবাইল ব্যবসায়ীরা। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এসে মোবাইল ব্যবসায়ী নেতারা জানান বৈঠক ফলপ্রসু হয়নি। তাদের মূল এজেন্ডা ছিল ব্যবহৃত ফোনের অনুমোদন আদায়, সে বিষয়টিতে বিটিআরসি মোটেও কর্ণপাত করেনি বলেও অভিযোগ করেন তারা।

বৈঠক শেষে ভবনের বাইরে এসে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সহ-সভাপতি শামিম মোল্লা সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি কর্ণপাত করে নাই, আমাদের দাবি কেউ আমলে নেয় নাই। আমাদের কথা তারা বুঝে, বলার আগেই বুঝে, কিন্তু না বোঝার ভান করে। এই ভান করাটা আমরা নিতে পারছি না।’

আজ এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক আছে জানিয়ে সে পর্যন্ত ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শামীম মোল্লা। তিনি বলেন, ‘আপনারা বুধবার (আজ) পর্যন্ত শান্ত থাকেন, তারা আমাদের চোখের পানির দাম দেয় নাই। মিটিং পর্যন্ত আপনারা শান্ত থাকেন।’

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, ‘মঙ্গলবার আমরা যারা বিটিআরসির ডিজির সঙ্গে বসেছি, আমাদের একমাত্র এজেন্ডা ছিল ইউজ ফোন। আমরা বলেছি, এদেশে ৭০-৭৫ শতাংশ মানুষ ইউজড ফোন কেনে, ব্যবহার করে আবার বিক্রি করে বা এক্সচেঞ্জ করে। আমরা বারবার বলেছি এই ফোনগুলোকে ক্লোন, কপি ও রিফারবিশড বলে কালিমা লেপন করছেন আপনারা। আমরা ক্লোন-কপি বেচি না, আমরা যে মালটা বিক্রি করি সেটা ধনী দেশের মানুষরা ছেড়ে দেয়, আমরা সেটা দেশে নিয়ে এসে বিক্রি করি।

‘আমরা বলেছি, আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজড ফোনের বাণিজ্য করতে দিতেই হবে। বিটিআরসি বলেছে আপাতত সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে তাদের প্রিপারেশন নাই। আমরা বলেছি যেহেতু তারা এনইআইআর চালু করার জন্য নতুন ফোনের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন, পুরাতন ফোনের জন্য যে ইকুইপমেন্ট লাগে সেটার টাকা আমরা সারাদেশের ব্যবসায়ীরা সেই টাকা দিবো।’

সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, কোনো নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ীরা ‘চোরাই, নিম্নমানের ও পুরনো ফোন রিফারবিশ করে’ বাজারে নতুন করে বিক্রি করছেন। এগুলো গ্রাহকের সঙ্গে প্রতারণা। সরকারের এসব অভিযোগ ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও এখন তারা বলছেন বিদেশ থেকে পুরনো ফোন আমদানির সুযোগ দিতেই হবে।

আজ বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরের সঙ্গে শেষ বৈঠকের পর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ আসলাম। আগামী ১৬ ডিসেম্বর দেশে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার বা এনইআইআর। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বাধ্যবাধকতা কার্যকর হওয়ার পর কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে।

তবে ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে সচল থাকা কোনো হ্যান্ডসেটই বন্ধ করা হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হচ্ছে। আর মাত্র আট দিন বাকি থাকলেও এখনও সরকারের সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেননি হ্যান্ডসেট বাজারের বড় অংশীদার ‘গ্রে মার্কেটে’র ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মোবাইল আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে তার পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, কয়েকশ’ কোটি টাকার অবিক্রিত ফোন রয়েছে তাদের হাতে। পুরনো ফোনের যে ব্যবসা তারা এতদিন ধরে রমরমা চালিয়ে এসেছেন সেটিও ঝুঁকিতে পড়ে যাচ্ছে বলে উদ্বেগের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারি হিসেবেই দেশের বর্তমান হ্যান্ডসেটের বাজারে গ্রে মার্কেটের হিস্যা ৬০ শতাংশের বেশি। আর গ্রে মার্কেটের ব্যবসায়ীরা বলে থাকেন, তাদের হিস্যা ৯০ শতাংশের বেশি।

দেশে স্মার্টফোন আসার পর থেকে গত এক যুগের বেশি সময় ধরে সরকারি নিয়ন্ত্রক সংস্থার নাকের ডগায় গড়ে উঠা এই বাজার এখন বছরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। ঢাকা শহরে বড় বড় সব বিপণী বিতানে রয়েছে তাদের সুসজ্জিত ‘শো রুম’। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও এনইআইআর চালুর চেষ্টা করে পরে পিছু হটে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এবারও সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় মাঠে নেমেছে ‘গ্রে মার্কেট’।

তাদের ভাষ্য, ‘গুটি কয়েক লোককে সুবিধা দিতে’ গ্রে মার্কেটের কয়েক লাখ লোকের রুজি-রুটি নিয়ে টান দিচ্ছে সরকার। গ্রে মার্কেটে ‘টানা পার্টির’ হ্যান্ডসেটের সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশের বাজারে দাম বেড়ে যাওয়াসহ ‘মনোপলি’র শঙ্কাও করছেন এনইআইআর এর বিরোধিতাকারী গ্রে মার্কেটের ব্যবসায়ীরা। অন্যদিকে বিটিআরসি এবার এনইআইআর চালু করতে জোট বেধেছে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারীদের সঙ্গে। মোট ১৭টি কোম্পানি এখন দেশে ফোন তৈরি করছে। তাদের কাছ থেকেই টাকা নিয়ে এই দফায় এনইআইআর বাস্তবায়নে নেমেছে সরকার। সরকার ও দেশীয় উৎপাদনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রে মার্কেটের ব্যবসায়ীরা যেন বৈধ পথে মোবাইল আমদানি করতে পারে, সেই সুযোগ তৈরি করে দেয়া হবে। পাশাপাশি দেশের বাজারে এরই মধ্যে যে ফোনগুলো এসেছে, সেগুলো বৈধ করার ব্যবস্থা করা হবে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা

» আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

» আইজিপির অপসারণ ও শাস্তির দাবিতে শাহবাগে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

» রংপুর: বদলির পরও সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করছেন সাবেক প্রধান নির্বাহী

» নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নাগরিকদের ১৩ দফা ইশতেহার, ঢাকায় জ্বালানি সম্মেলন

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’: প্রথম ব্যাচের ক্লাস শুরু ১ জানুয়ারি

» বিটিআরসি ঘেরাও: মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভে দুর্ভোগে হাজারো মানুষ

» অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের শিক্ষা ভবন ঘেরাও, যানজটে চরম দুর্ভোগ

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

» ভোটের সময় আক্রান্ত হওয়ার শঙ্কায় অধিকাংশ সাংবাদিক: জরিপ

» পুরনো আইন পদ্ধতি দিয়ে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে?

» নারী কমিশন নিয়ে বিদ্বেষমূলক প্রচারণায় সরকারের নীরবতায় খেদ প্রকাশ ইফতেখারুজ্জামানের

» খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া

» মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহ বশে এলো আড়াই ঘণ্টা পর

» চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

» ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চার শিক্ষার্থী গ্রেপ্তার

» বৃহস্পতিবার এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

» মেট্রোরেলের বৈদ্যুতিক তারে কাপড়, ১৬ মিনিট ট্রেন বন্ধ