বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম আসায় তার অপসারণ ও শাস্তির দাবি নিয়ে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’। মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) দুপুর সোয়া ৩টার দিকে ওই সংগঠনের ব্যানারে কয়েকশ’ মানুষ শাহবাগে অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানান শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি জানান, প্রায় ঘণ্টাখানেক অবস্থান নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে চলে যান তারা। ‘তারা মোড়ে অবস্থান নিলে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।’ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টু পিলখানা হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হন এবং বন্দি অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার শুভাকাক্সক্ষীরা শহীদ পিন্টু স্মৃতি সংসদ গঠন করে।
সংগঠনটির অভিযোগ, বিডিআর হত্যাকাণ্ডের পর নাসির উদ্দিন পিন্টুকে ‘মিথ্যা মামলায়’ জড়িয়ে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ কৌশলে ‘হত্যা’ করা হয়েছে। বিক্ষোভকারীরা পিন্টু হত্যার পাশাপাশি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যারও বিচার চান। বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের তদন্তে নাম আসার পর আইজিপি বাহারুল আলমকে অপসারণ ও শাস্তি চেয়ে গত কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম বলেছিলেন, ‘তখনকার এসবি প্রধান ছিলেন বাহারুল আলম। বিডিআরের ঘটনায় তার দায় কতটুকু সেটা স্বাধীন তদন্ত কমিশন বের করেছে।’ এরই ধারাবাহিকতায় গতকাল শাহবাগে অবস্থান নিয়ে সংগঠনটির ব্যানারে কয়েকশ’ লোক আইজিপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।
এদিন ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদের’ সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, ‘আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই, আইজিপিকে দ্রুত তার পদ থেকে অপসারণ করতে হবে। এরপর তার বিষয়ে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।’ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে রক্তাক্ত বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
ওই সময় পুলিশের বিশেষ শাখার নেতৃত্বে ছিলেন বাহারুল আলম। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। হত্যাকাণ্ডের দেড় দশক পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে এলে ওই ঘটনা পুনঃতদন্তের দাবি উঠে। পরে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। সেই কমিশন গত ৩০ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে ‘দায়িত্ব পালনে ব্যর্থতার’ জন্য নাম এসেছে বর্তমান আইজিপি বাহারুল আলমের।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা