কোনো ধরনের ঝামেলা বা বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতণ্ডা ও হাতাহাতির জেরে মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) এই বিবাদ রূপ নেয় কলেজের বাস ভাঙচুর পর্যন্ত।
এরপর দফায় দফায় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে দুই কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে ঝামেলা থেকে হাতাহাতি হয়। এরপর সাড়ে ৯টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করে আইডিয়ালের শিক্ষার্থীরা।
‘খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়ালের সামনে চলে যায়।’ এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় জানিয়ে ওসি আইয়ুব বলেন, ‘আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ফেরত এনে তাদের ক্যাম্পাসে প্রবেশ করিয়ে দিয়েছি। আর ওইদিকে আইডিয়ালের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতরে রয়েছে, সেখানে পুলিশের অন্য টিম রয়েছে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা