image

সচিবালয় ভাতা’ জিও জারির আশ্বাসে কর্মচারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

‘সচিবালয় ভাতা’ চালুর বিষয়ে সরকারি আদেশ (জিও) জারির আশ্বাস পাওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সচিবালয়ের কর্মচারীরা।

বুধবার দুপুর থেকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর রাত সাড়ে ৮টার দিকে আন্দোলনরতরা অর্থ বিভাগের চতুর্থ তলা থেকে সরে যান।

কর্মচারী ইউনিয়নের নেতা বদিউল কবির জানান, “আমাদের দাবির প্রেক্ষিতে কালকে (বৃহস্পতিবার) জিও জারি করার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।”

বুধবার বেলা আড়াইটার পর সচিবালয়ে কর্মরত সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে অর্থ বিভাগ ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন অর্থ উপদেষ্টা।

সচিবালয় নিরাপত্তা বিভাগের পুলিশের উপ-কমিশনার জহিরুল ইসলাম জানান, ভাতার দাবিতে কর্মচারীরা উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিকালে অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে নিজ দপ্তরে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা, তখনও বাইরে বিক্ষোভ চলছিল।

বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকশ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নেন। তারা উপদেষ্টার দপ্তরের সামনে হ্যান্ড মাইকে ভাতার দাবিতে স্লোগান দিতে থাকেন।

একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা অভিযোগ করে বলেন, “উপদেষ্টা, মন্ত্রী ও সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ আমাদেরও থাকতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পে-স্কেলের বাইরে নানা ভাতা পেলেও আমরা বঞ্চিত। এ কারণে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন করছি।”

সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা পুলিশের আরেক কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা সেদিনের মধ্যেই গেজেট প্রকাশের দাবি জানাচ্ছিলেন। অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব তাদের সঙ্গে আলোচনা করছিলেন।

রাতে ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, প্রায় ছয় ঘণ্টা পর জিও জারির আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে গেছেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

সম্প্রতি