এবার পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন এবং হলুদ ও মরিচের ব্যবসা করতেন। বৃহস্পতিবার, (১১ ডিসেম্বর ২০২৫) শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নয়ন নামে একজনের নাম আসছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত না। গুলি করা ওই ব্যক্তি গ্রেপ্তার হলে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। জানা গেছে, সূত্রাপুরের ফরাশগঞ্জ বাগানবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন নিহত আব্দুর রহমান। তার বাবার নাম নায়েব আলী।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, দুপুরের দিকে শ্যামবাজার মাওলা বক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নয়ন নামে এক যুবক তাকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কেউ বলছে গুলি করা যুবক নয়নও ব্যবসায়ী ছিল, কেউ বলছে নয়ন ব্যবসা করতো না। আর ওই যুবক নয়ন কিনা সেটিও আমরা নিশ্চিত না। কি কারণে হত্যা করা হয়েছে সেটিও এখনও বোঝা যাচ্ছে না। ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তার করা গেলে মোটিভ নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর একই থানাধীন এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে ফিল্মি স্টাইলে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।