সংগঠনের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ভোটের প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কাউকেই সন্দেহের বাইরে রাখছে না ইনকিলাব মঞ্চ। হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে তারা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এসে এমন অবস্থান তুলে ধরেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
এ ঘটনার দায় সরকারের ওপর চাপিয়ে জাবির বলেন, ‘যে সরকার হাদিকে রক্ষা করতে পারে না, সে বাংলাদেশকে কীভাবে রক্ষা করবে। আল্লাহ না করুক, ওসমান হাদির কিছু হলে অন্তর্বর্তী সরকারকে দায়ভার নিতে হবে।’
হামলায় কাউকে সন্দেহ করছেন কিনা জানতে চাইলে জাবির বলেন, ‘আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না; আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছি না। ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে। এমন কারণও হতে পারে। আবার এমনও হতে পারে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তারা ভাবতে পারে, ওসমান হাদিকে মেরে ফেললে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। আমরা জানিয়ে রাখি, ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়েছে।’
এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদির জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে যেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়া হয়।
সংবাদ সম্মেলনে জাবির ও জুমা অনুরোধ করেন, তাদের দু’জনের বাইরে কারও বক্তব্য যেন ইনকিলাব মঞ্চের বক্তব্য হিসেবে প্রচার করা না হয়।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি। মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা