সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবি পুলিশ।
রোববার, (১৪ ডিসেম্বর ২০২৫) রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। মুঠোফোনে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।
কে আপনাকে তুলে নিয়ে এসেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা তুলে নিয়ে এসেছে জানি না। তবে আমি এখন ডিবি হেফাজতে রয়েছি।
কী কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কী কারণে আমাকে ডিবি কার্যালয়ে তুলে আনা হয়েছে, সে বিষয়টি বলতে পারছি না।
একটি সূত্র জানায়, ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে ডিসি মিডিয়া তালেবুর রহমানের সঙ্গে রোববার, রাতে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। আর ডিবি প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ সম্পর্কে সাদা পোশাকে একটি গোয়েন্দা সংস্থায় যোগাযোগ করলেও তাদের বিষয়টি জানা নেই বলে জানান। তবে খোঁজ নিয়ে দেখছি বলে জানিয়েছেন।