image

হাদিকে গুলি করে ফয়সাল, বাইক চালক ছিলেন আলমগীর: পুলিশ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ডিএমপি। ওই দুইজন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। রোববার,(১৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘এর মধ্যে ফয়সাল গুলি করেছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলে।’

গুলির ঘটনায় সীমান্তে নজরদারির মধ্যে গ্রেপ্তার ২

চিহ্নিত দুইজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে

পালিয়ে যেতে না পারে, সেজন্য বিজিবি ও সব বন্দরকে সতর্ক করা হয়েছে

তিনদিনের রিমান্ড, বাইকটি শোরুমে বিক্রি করে দিয়েছিলাম আদালতে হান্নান

ফয়সাল ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ

চিহ্নিত দুইজনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালানোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে। ‘দেশের সীমান্ত দিয়ে মানুষ পারাপার করে এমন কয়েকজনের ব্যাপারে তথ্য নিয়ে দুইজনকে আটক করে তথ্য নেয়া হচ্ছে।’

ইতোমধ্যে মাসুদের পাসপোর্ট ‘ব্লক’ করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। সম্মুখসারির জুলাই যোদ্ধা এবং নির্বাচনে প্রার্থী হবেন, এমন ব্যক্তিদের নিরাপত্তা দেয়ার ব্যাপারে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফয়সালের প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বেসিসের সদস্য।

হামলাকারী সীমান্ত পাড়ি দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিসি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘ঘটনার দিন থেকেই আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তবে হামলাকারী সীমান্ত পাড়ি দিয়েছে এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে।’

পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর পল্টনে হামলার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজ বিশ্লেষণ করে প্রধান সন্দেহভাজন বা শ্যুটারকে শনাক্ত করা হয়েছে। এছাড়া ফুটেজ দেখে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র‌্যাব আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক বলে জানা গেছে। তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার কারণ ব্যাখ্যা করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘যেহেতু আমরা তাকে শনাক্ত করতে পেরেছি, তাই দ্রুত গ্রেপ্তারের স্বার্থে এবং মানুষকে তথ্য দিতে উদ্বুদ্ধ করতেই পুরস্কার ঘোষণা করা হয়েছে।’ পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনও ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে যাচ্ছে।

হামলার নেপথ্য কারণ বা এটি ‘টার্গেট কিলিং’ কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও এমন শঙ্কা দেখছি না। তবে সব সম্ভাবনা মাথায় রেখেই তদন্ত চলছে। কী কারণে এবং কেন ওই সময়টা বেছে নেয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধান সন্দেহভাজন এবং তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করা গেলে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত রহস্য ও মোটিভ উদঘাটন করা সম্ভব হবে।’

হাদির ওপর হামলার ঘটনায় অন্যান্য প্রার্থীরা আতঙ্কিত কিনা এবং তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রার্থীদের নিরাপত্তার বিষয়টিও আমাদের নিরাপত্তা ছকে রয়েছে। হেভিওয়েট প্রার্থীসহ সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই ছক সাজানো হয়েছে।

### গুলির ঘটনায় সীমান্তে নজরদারির মধ্যে গ্রেপ্তার ২

হাদিকে গুলি বর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিকালে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন।

হাদিকে গুলির ঘটনায় এ নিয়ে তিনজন গ্রেপ্তার হলেন জানিয়ে তিনি বলেন, শেরপুর থেকে গ্রেপ্তার দুইজন ‘মানব পাচারের সঙ্গে জড়িত’ বলে তথ্য আছে পুলিশের কাছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নেয়ার চেষ্টা করা হবে। পুলিশের এ কর্মকর্তা বলেন, এ দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি র‌্যাব (হামলার সময় ব্যবহৃত) মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করেছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ নামে ২ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ডিএমপি। পুলিশ বলছে, ফয়সল গুলি করেছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন। হামলকারীরা যাতে পালাতে না পারেন, সেজন্য সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। এরই মধ্যে শেরপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

হাদির ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে কিনা, জানতে চাইলে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘আমরা চাই তার পরিবারের পক্ষ থেকে মামলা হোক। কিন্তু তারা রোগী (হাদি) নিয়ে ব্যস্ত থাকায় আসছেন না। ‘তবে আমরা মামলার খসড়া প্রস্তুত করেছি। সেটি নিয়ে হাসপাতালে যাব। যদি পরিবারের পক্ষ থেকে মামলা করার সম্মতি না দেয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, ‘যারা ইনকিলাব মঞ্চ পছন্দ করে না, তারাই হাদিকে হত্যার চেষ্টা করেছে।’

### হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের (রেজিস্ট্রেশন নম্বর) সূত্র ধরে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি মোটরসাইকেলটির মালিক। তার নাম আবদুল হান্নান। তাকে গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। রোববার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

এর আগে সকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে। মোটরসাইকেলটির মালিক হিসেবে আবদুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। উপ-কমিশনার তালেবুর রহমান বলেন, হত্যাচেষ্টার এই ঘটনায় আবদুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে শ্যুটারকে শনাক্ত করা হয়েছে। কেন তাকে হত্যাচেষ্টা করা হয়েছে, তা তদন্তে উঠে আসবে। হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র‌্যাব, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে ও অভিযান চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

### হান্নানের তিনদিনের রিমান্ড

হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির ‘মালিক’ আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম দিদারুল আলম। সহকারী পিপি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। গতকাল শনিবার বিকেলে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র‌্যাব। এরপর রোববার সকালে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়। হাদিকে গুলির ঘটনায় কোনো মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হান্নানকে গ্রেপ্তার দেখিয়ে চার কারণ উল্লেখ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন মডেল থানার এসআই সামিম হাসান।

### বাইকটি শো রুমে বিক্রি করে দিয়েছিলাম আদালতে হান্নান

হাদিকে ‘গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি’ একটি শো রুমে বিক্রি করে দিয়েছিলেন বলে আদালতকে বলেছেন ‘মালিক’ আব্দুল হান্নান। রোববার সন্ধ্যায় রিমান্ড আবেদনের শুনানিতে তিনি বলেছেন, আমি এ হোন্ডাটি মিরপুর মাজার রোড থেকে কিনেছিলাম। তবে হাতে সমস্যা হওয়ায় পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করেছিল। এজন্য বাসায় বাইকটি পড়েছিল।

পড়ে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শো রুমে বিক্রি করি এবং আমি নাম চেঞ্জ করে দেবো বলেছিলাম। তারা দুই মাস আগে কল দিয়েছিল, কিন্তু অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য যেতে পারিনি।’

হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির তার মাথায়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনও ‘আশঙ্কাজনক’।

‘নগর-মহানগর’ : আরও খবর

» কেরাণীগঞ্জে বহুতল ভবনে আগুন, ১০ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি

সম্প্রতি