image

সূত্রাপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যায় একজনের ‘স্বীকারোক্তি’

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

পুরান ঢাকার শ্যামবাজারে মসলা ব্যবসায়ী আব্দুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অয়ন গাঙ্গুলী পলাশ নামের এক আসামি। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) ঢাকার মহানগর হাকিম জামশেদ আলম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই সোহানুজ্জামান জানান, অয়নকে (৪৪) গত শুক্রবার কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে অয়নকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার পরিদর্শক মহায়মেনুল ইসলাম। এসআই সোহানুজ্জামান বলেন, অয়ন ‘স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, হেফাজতে জিজ্ঞাসাবাদকালে অয়ন স্বীকার করেন, তিনি হাসনাবাদে হলুদ মরিচের ব্যবসা করেন। মামলার আসামি এমামুল হাসান নয়ন তার ছোট বোনের স্বামী। নয়ন শ্যামবাজারে হলুদ-মরিচের আড়তদারি এবং হলুদ-মরিচ ভাঙানোর মিলের ব্যবসা করেন। নয়নের কাছ থেকে হলুদ, মরিচ নিয়ে হাসনাবাদে দোকানে দোকানে পাইকারি বিক্রি করেন অয়ন।

গত ১১ ডিসেম্বর সকাল ৯টার দিকে নয়ন ফোন করে অয়নকে শ্যামবাজারে যেতে বলেন। এরপর অয়ন সেখানে গেলে নয়ন বলেন, ‘আব্দুর রহমান অনেক ঝামেলা করতেছে, তাকে সাইজ করতে হবে’। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, দুপুর ১২টার দিকে আব্দুর রহমান (৫৫) তার বাড়ি থেকে বের হয়ে শ্যামবাজারে দোকানে রওনা হন। তখন নয়ন, অয়ন ও রুবেল রূপলাল দাস লেনের দিকে এগোতে থাকেন। একপর্যায়ে অয়নের কাছ থেকে ৭-৮ কদম সামনে যান নয়ন। এরপর আব্দুর রহমান নয়নের কাছাকাছি গেলে ২ রাউন্ড গুলির শব্দ পান অয়ন। ওই সময় নয়ন সামনের দিকে দৌড় দেন। এরপর অয়ন ও রুবেল পেছনের দিকে দ্রুত হাঁটতে থাকে।

আবেদনে বলা হয়, পরে পোস্তগোলায় মিলিত হয় অয়ন, নয়ন ও রুবেল। এরপর রুবেল বাসার দিকে চলে যান। অয়ন ও নয়ন সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরাঘুরির পর রাত ১০টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এদিকে গ্রেপ্তারের পর নয়নকে কদমতলী থানার এক মামলায় কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত রোববার তাকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আব্দুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় তার ছেলে শাকিল আহম্মেদ গত শনিবার সূত্রাপুর থানায় নয়নের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা করেন।

‘নগর-মহানগর’ : আরও খবর

» বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকবে

সম্প্রতি