বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। ওই সময় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আজ সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত (৪০ মিনিট) মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) মেট্রোরেল কর্তৃপক্ষের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিকে এমআরটি পুলিশ জানায়, বন্ধের দিনগুলোতে মেট্রোরেলে যাত্রী বেশি হয়। ওই সময় পুলিশের বাড়তি নিরাপত্তা থাকে, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এদিকে কয়েকজন নারী যাত্রীর অভিযোগ করে বলেন, সচিবালয় মেট্রোরেলের স্টেশন থেকে নামতে সিঁড়ির নিচে যাত্রী চলাচলের রাস্তায় অবৈধভাবে যত্রতত্র দোকান বসিয়েছে। এমনকি সিঁড়ির পাশে পান-সিগারেটের দোকান বসানোর কারণে চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ রয়েছে।
তারা মেট্রোরেল থেকে নেমে নিরাপদে বাসায় ফিরতে চায় বলে মন্তব্য করেন। পল্টন মোড় থেকে মেট্রোরেল যাত্রীদের চলাচলে প্রচণ্ড কষ্ট হচ্ছে।