image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ছেলের হাতে মা খুন

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ধামরাই

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত ছেলে মানিক মিয়া মায়ের মরদেহের পাশে বসে কান্নাকাটি করছিলেন বলে স্থানীয়রা জানান।

গতকাল রোববার ধামরাই পৌরশহরের দক্ষিণপাড়া সরকারি কলেজের পশ্চিম পাশের এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জোৎস্না রানী সরকার ধামরাই পৌরশহরের দক্ষিণপাড়া মহল্লার বিদু সরকারের স্ত্রী। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ছেলে মানিক মিয়াকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের মেয়ে লক্ষ্মী রানী মজুমদার বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, নিহত জোৎস্না রানী সরকার তার ছেলে মানিক মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। প্রায়ই তাদের মধ্যে কথাকাটাকাটি হতো।

পরিবারের অভিযোগ, মানিক মিয়া দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং নিয়মিত চিকিৎসার ব্যবস্থাও করতেন না। গতকাল রোববার কথাকাটাকাটির একপর্যায়ে মানিক মিয়া মায়ের গলা চেপে ও মুখে হাত দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» বিজয় দিবসে ৪০ মিনিট মেট্রোরেল বন্ধ থাকবে

সম্প্রতি