রাজধানীর দক্ষিণখানে গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে প্রকাশ্য জনসমাগমের মধ্যে স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দক্ষিণখান থানাধীন নদ্দাপাড়ার তালতলা মোড় এলাকায় এ ঘটনার নিহত ব্যক্তি শাহজাহান শেখ (৪৬) ডিস ও ইন্টারনেটের ব্যবসায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
যুবলীগের রাজনীতিতে সক্রিয় শাহজাহান বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি হওয়ার দৌঁড়ে ছিলেন। তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতিও ছিলেন। তিনি জমি ও গাড়ি কেনা-বেচার ব্যবসাও করতেন, স্থানীয়ভাবে তিনি ডিলার শাহজাহান নামে পরিচিত ছিলেন।
দক্ষিণখান থানার ওসি শরীফুল ইসলাম বলেন, শাহজাহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি উত্তরা আশকোনা এলাকার হাফিজ উদ্দীনের ছেলে, এলাকায় নেট ও ডিসের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো দেখে আরও কিছু বিষয় মিলিয়ে তদন্ত এগিয়ে নেয়ার কাজ চলছে।
এ ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি দেহ পড়ে আছে যা রক্তে ভেসে গেছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে মানুষ। আঘাতের চোটে মাথার অনেকখানি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় একজন বলেন, অনেক লোকজনের মধ্যে সাত-আটজন তরুণ তাকে ধাওয়া করে তালতলা মোড়ে জনসমাগমের মধ্যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।