সন্তান হিসেবে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের খোঁজখবর নেওয়াকে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে কি না—এই প্রশ্ন তুলেছেন তার মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালতে রিমান্ড আবেদনের শুনানিতে তিনি এ কথা বলেন।
হাতিরঝিলে যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় কারাগার থেকে বিথীকে আদালতে হাজির করা হয়। শুনানিতে তার পক্ষে আইনজীবী বাদল মিয়া রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা জানান।
আইনজীবী বাদল মিয়া আদালতে বলেন, মামলার এজাহারে ৪৫ লাইনের পূর্ণাঙ্গ অভিযোগ রয়েছে এবং ১০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ১৭ নম্বর লাইন থেকে ভিকটিমের পরিচয় উল্লেখ আছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শত্রুতার জেরে হত্যাকাণ্ডের কথা সেখানে বলা হয়েছে।
এজাহারের বিভিন্ন অংশ পড়ে শোনিয়ে তিনি বলেন, এত বড় এজাহারে কার কী ভূমিকা—সবই উল্লেখ আছে। আসামির বাবাকেও এ মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদনে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও কে অস্ত্র সরবরাহ করেছে, কে ব্যবহার করেছে এবং ব্যবহার শেষে কার কাছে অস্ত্র ফিরিয়েছে—এসব তথ্য আগেই জানা গেছে। বাবাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। বাবার বয়স ৬২ বছর, তিনি অসুস্থ। মেয়ের কাছে বাবার যাওয়ার বিষয়টি ওষুধের প্রয়োজন আছে কি না—এগুলো খোঁজ নেওয়াই তার ‘অপরাধ’। ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন বলে দাবি করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান তিনি।
রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সুব্রত বাইন একাধিক মামলার আসামি। পরিবারের সঙ্গে তিনি কোথায় যান, কাকে হত্যা করেন—এসব বিষয় শেয়ার করতেন। পরিবারটি একটি ‘অ্যাকাডেমি’র মতো। তার মতে, হত্যাকাণ্ডের সঙ্গে মেয়ে কোনো না কোনোভাবে জড়িত এবং বাবার মতো মেয়েও অপরাধী। তাই সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন জানান তিনি।
জবাবে আসামিপক্ষের আইনজীবী বলেন, সুব্রত বাইন ২০২২ সালের ২৭ মে থেকে আয়নাঘরে অন্তরীণ ছিলেন। গত বছরের ৬ আগস্ট রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি মেয়ের কাছে আসেন।
এরপর আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন বিথী। তিনি বলেন, যে মামলায় তার বাবাকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেখানেই তাকে ডাকা হয়। ডিবি পুলিশ টানা পাঁচ দিন ফোন করে তাকে ডেকে নেয় এবং তিনি সেখানে লিখিত জবানবন্দি দেন। এরপর তার বাবা নিখোঁজ হন। গত বছরের ৬ আগস্ট তাকে পাওয়া যায়।
এক দশকের বেশি সময় ভারতের কারাগারে থাকার পর আওয়ামী লীগ সরকারের শেষ দিকে ভারতীয় কর্তৃপক্ষ সুব্রত বাইনকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করে—এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পরে জানা যায়, তিনি বাংলাদেশের গোপন কারাগার ‘আয়নাঘর’-এ ছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি আয়নাঘর থেকে মুক্তি পান। এরপর গত ২৭ মে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তারের খবর জানানো হয়।
শুনানিতে বিথী আরও বলেন, ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার কোনো ভাই নেই এবং পরিবারের তেমন কেউ নেই। বাবার সঙ্গে দেখা করাই কি তার অপরাধ—এই প্রশ্নও তোলেন তিনি।
গত সোমবার কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাজহারুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে সেদিন মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এদিকে, বিথীকে আদালতে হাজির করা হবে—এ কথা জেনে তার মা আগে থেকেই আদালতে অপেক্ষা করছিলেন। এজলাস কক্ষে এক পাশে দাঁড়িয়ে ছিল বিথীর মেয়ে জান্নাতুল ফেরদৌস জান্নাত। মেয়ের সঙ্গে কথা বলার জন্য আদালতের অনুমতি চাইলে তা মঞ্জুর করা হয়।
পেছনে দাঁড়িয়ে থাকা জান্নাত মায়ের কাছে এগিয়ে গেলে বিথী তাকে বুকে টেনে নেন। মেয়েকে তিনি বলেন, মন খারাপ না করতে, খালার কাছে থাকতে এবং হোস্টেলে প্রয়োজনীয় জিনিসের কথা খালাকে জানাতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন বিথী। মায়ের চোখের পানি মুছিয়ে দেয় জান্নাত।
শুনানি শেষে আদালত খাদিজা ইয়াসমিন বিথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। হামলার পর তার বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
অর্থ-বাণিজ্য: সপ্তাহের শেষদিনে পুঁজিবাজার আরও তলানিতে
অর্থ-বাণিজ্য: দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার