বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে হামলা শুরু হয় পত্রিকা দুটির কার্যালয়ে। ঢাকায় গুলিবিদ্ধ এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদীর মৃত্যুর খবর এলে অনেকেই বিক্ষোভে রাস্তায় নেমে আসেন। শাহবাগে জড়ো হয়ে অনেকে বিক্ষোভ করতে থাকেন। পরে একদল লোক কারওয়ান বাজারে ওই দুটি পত্রিকা অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
তেজগাঁও থানার ওসি জানিয়েছেন, হামলাকারীদের তারা নিবৃত করার চেষ্টা করছেন। পরে সেনাবাহিনী এসে বিক্ষুব্ধদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এক পর্যায়ে ফায়ার সার্ভিস বাঁধার মুখে পড়ে।
সেখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালায় বলে বলেন পুলিশ কর্মকর্তা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়।
ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে।