রাজধানীর মেট্রো স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার,(১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা থেকে এ নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্টেশনগুলোতে যাত্রী প্রবেশের গেটে (পিজি গেট) যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। শুক্রবার, রাতে মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ সাংবাদিকদেরকে বলেছেন, ‘কোনো ধরনের ঝুঁকির মধ্য আমরা থাকতে চাই না।
বিগত সময়ে যে পরিমাণ পুলিশ ও নিরাপত্তা কর্মী কাজ করেছে আমরা তা আজকে থেকে অনেক বাড়িয়েছি, বলতে গেলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’ শুক্রবার, বিকেলে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে ঘুরে দেখা যায় বেশিরভাগ যাত্রীদের তল্লাশি করে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
শুক্রবার, সন্ধ্যায় সচিবাল স্টেশনে দায়িত্বরত মেট্রোরল পুলিশে দায়িত্বপ্রাপ্ত বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্কভাবে কাজ করছি, কোনো ধরনের নাশকতা যাতে কেউ না করতে পারে সেজন্য বেশিরভাগ যাত্রীদেরকেই তল্লাশি করছি, সন্দেহ হলেই তল্লাশি করছি।
নারী যাত্রীদের ব্যাগও তল্লাশি করছেন নারী পুলিশ সদস্যরা। একজন নারী পুলিশ সদস্য বলেন, ‘সন্দেহ হলেই ব্যাগসহ বহন করা বিভিন্ন সরঞ্জামাদি তল্লাশি করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মতো কাজ করছি।’
বিভিন্ন সেটশনে প্রায় অর্ধেক প্রবেশ পথ বন্ধ করে রাখার কারণ জানতে চাইলে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ সাংবাদিকদেরকে বলেন, ‘যাতে কেউ নিরাপত্তায় থাকা পুলিশের চোখ ফাঁকি দিতে না পারে সেজন্য সব স্টেশনেই কিছু কিছু প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে।’
মেট্রোরেলের ভিতরে মনিটরে ভাসতে থাকে ‘মেট্রোরেল দেশের সম্পদ, এটা রক্ষার দায়িত্ব সবার; আসুন সবাই মিলে নিজেদের স্বার্থে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করি।’
এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমরা অনলাইনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই আহ্বান জানিয়েছি। পাশাপাশি ট্রেনের ভিতরে যাত্রী সাধারণের জন্যও লেখা হয়েছে।’
শুক্রবার, রাত সাড়ে ৮টার দিকে মেট্রো স্টেশনের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা সংবাদকে বলেন, নিরাপত্তা জোরদার ছাড়াও তল্লাশিও চালানো হচ্ছে।