image

বিক্রমপুরীকে বিশেষ ক্ষমতা আইনে তিন মাসের আটকাদেশ, পাঠানো হলো কারাগারে

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে নরসিংদী থেকে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর বিশেষ ক্ষমতা আইনের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা ৯০ দিনের আটকাদেশের ভিত্তিতে তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-১ এ প্রেরণ করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ একে সরকারের নির্বাহী আদেশ হিসেবে উল্লেখ করে বলেন, "বিশেষ ক্ষমতা আইনে সরকারের একটা এখতিয়ার আছে। এটা আদালতের বিষয় না, সরকারের এখতিয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন কোনো ব্যক্তিকে সমাজের জন্য, দেশের জন্য তার কর্মকাণ্ড খুব বিপজ্জনক, ক্ষতিকর মনে করে, তখন সরকার চাইলে তাকে আটক করতে পারে।"

তার বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট মামলা বা গ্রেপ্তারের তাৎক্ষণিক কারণ সম্পর্কে পুলিশ বিবৃতি দেয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা ঘটনায় তিনি আলোচনায় ছিলেন বলে জানা যায়।

মঙ্গলবার রাত থেকেই তার ভক্ত ও অনুসারীরা তার বিষয়ে ফেইসবুকে লেখালেখি করতে শুরু করেন। অনুসারীদের দাবি, ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে একটি মাইক্রোবাসে তোলা হয়।

গত ৭ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকার এক প্রতিবেদনে, ফ্যাক্টচেকার ও সাংবাদিক কদরউদ্দিন শিশিরের ফেসবুক পোস্টের বরাত দিয়ে বলা হয়, বিক্রমপুরী তার ওয়াজ, অনলাইন বয়ান ও ফেইসবুকে ‘অতি উগ্র কথাবার্তা প্রচারের জন্য’ পরিচিত। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, তিনি ২০২৪ সালের নভেম্বরে প্রথম আলোর কার্যালয়ের সামনের বিক্ষোভে অংশ নেওয়া এবং আটক কয়েকজনকে থানা থেকে জোর করে ছাড়িয়ে নেয়ায় ‘নেতৃত্ব’ দিয়েছিলেন। এছাড়া, তিনি ২০২১ সালে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন বলেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়।

গত ১৮ ডিসেম্বর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নাম উল্লেখ করা হচ্ছিল। তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে ওই হামলার সমর্থনে কিছু পোস্টও দেখা গিয়েছিল।

বিক্রমপুরী বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক। তাকে গ্রেপ্তারের পর ওই সংগঠনের ফেইসবুক পেইজে একটি পোস্টে বলা হয়, "আমরা কয়েকদিন যাবত নিরিহ মানুষের গ্রেফতার দেখতেছি। সরকার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করতেছে। আমরা জানতে চাই বিক্রমপুরী প্রথম আলোর সামনে গিয়ে ভাংচুর করেছে এমন কোনো ফুটেজ কেউ দেখাতে পারবেন? বৈষম্যহীন বাংলাদেশে আবারো নতুন করে বৈষম্য হচ্ছে নাতো?"

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি