ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের বাবা আলী আকবর বৃহস্পতিবার হাতিরঝিল থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন বলে থানার ওসি গোলাম মর্তুজা নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যার পর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ককটেল বিস্ফোরণে সিয়াম ঘটনাস্থলেই নিহত হন। পুলিশের ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিচে ছুড়ে মারা হয় এবং এটি সরাসরি সিয়ামের মাথায় আঘাত করে।
ওসি গোলাম মর্তুজা জানান, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলাটির তদন্তে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও অন্যান্য সংস্থা কাজ করছে। সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
নিহত সিয়াম মজুমদারের বাবা আলী আকবর পেশায় রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়ায় হলেও গত চার বছর ধরে তারা ঢাকার নিউ ইস্কাটনের দুই হাজার’ গলির একটি বাসায় থাকতেন। আলী আকবরের দুই ছেলের মধ্যে সিয়াম বড় ছিলেন এবং তিনি মগবাজারে একটি কার ডেকোরেশন প্রতিষ্ঠানে কাজ করতেন। কর্মস্থল থেকে বের হয়ে ফুটপাথে চা খেতে গিয়েই তিনি এই হামলার শিকার হন।
আলী আকবর ঘটনার দিনের বর্ণনা দিয়ে বলেন, রাত আটটার দিকে রিকশা গ্যারেজে রেখে বাসায় ঢোকার সময় এক ব্যক্তি তাকে সিয়ামের বিপদের কথা জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে রক্ত দেখতে পান। পরে পুলিশের কাছ থেকে জানতে পারেন সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তিনি সিয়ামকে মৃত অবস্থায় দেখেন। তিনি আক্ষেপ করে বলেন, "কারা মারল, কেন মারল, জানতেই পারলাম না।"
সিয়ামের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে তার দেহ নিয়ে খুলনায় দাফনের উদ্দেশ্যে রওনা হন আলী আকবর।
অর্থ-বাণিজ্য: অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কাগজশিল্প
অর্থ-বাণিজ্য: হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে