image

মোহাম্মদপুরে যুবদল কর্মী কুপিয়ে জখম, দুইজন আটক

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় যুবদলের এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত রাকিব হোসেন বিশাল নামে ওই কর্মীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাবর রোডের জহুরী মহল্লায় বায়তুল তাইয়্যেব মসজিদের সামনের সড়কে এ হামলা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হোসেন বিশালকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে গিয়ে মো. নাঈম ও মো. রাজিব নামে দুইজনকে আটক করে।

আহত রাকিব হোসেন বিশাল আদাবর থানা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি