বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন আবেদন আদালত মঞ্জুর করেছেন। রোববার দুপুরে শুনানির পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই জামিনের আদেশ দেন।
গত শনিবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে এ কে এম শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, শনিবার সকালে শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম তারেক রহমান সম্পর্কে কটূক্তি করছিলেন বলে অভিযোগ। সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের মুক্তি দাবি করে গতকাল রাতে একটি বিবৃতি দেয় বিএনপি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নিজের মত প্রকাশের জন্য তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।