রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তি ও তার কিশোরী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার কিশোর ছেলে আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া একই থানার মহাখালী বাসস্টেশন এলাকায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। ট্রাকচাপায় নিহত ব্যক্তিরা হলেন- রফিকুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তানজিলা (১২)। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে নুর ইসলাম (১৪)। পুলিশ জানায়, আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ভোর ৪টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। আহত নুর ইসলাম চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুইজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত রফিকুল ইসলামের ভাতিজা আবদুর রাকিব বলেন, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জটিয়াবো গ্রামে। তারা মগবাজার ওয়্যারলেস রেলগেইট এলাকায় বসবাস করতেন। রফিকুল ইসলামের দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, রাত ৩টার দিকে রফিকুল ইসলাম দুই সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মগবাজার থেকে মহাখালী বাসস্টেশনের উদ্দেশে রওনা হন। পথে তেজগাঁও সাতরাস্তা এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যায়।

এদিকে বুধবার, (৩১ ডিসেম্বর ২০২৫) ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাসস্টেশন এলাকায় পৃথক এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। বুধবার, ভোর ৪টা ২৫ মিনিটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি