মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও বাইকের সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার,( ০১ জানুয়ারী ২০২৬) ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রমনা থানার এসআই সুশান্ত কুমার খান। তার ভাষ্য, বাইকটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ আবুল হোটেলের দিকে যাচ্ছিল।

ফ্লাইওভারের ক্রসিংয়ে সংঘর্ষে অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই সুশান্ত। নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিনের বাসা মুগদা এলাকায়।

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যান চাপায় বাইক আরোহী এক পুলিশ সদস্য মারা গেছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে। নিহত পুলিশ সদস্য রুবেল হক (৩২ বছর) নায়েক হিসেবে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পুলিশের বাদক দলের সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে। ওসি শফিকুল বলেন, ‘বাইক চালিয়ে যাওয়ার সময় রুবেলকে কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ চালকের খোঁজ চলছে বলে জানান তিনি।

‘নগর-মহানগর’ : আরও খবর

» হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

» রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

সম্প্রতি