image

নাঈম হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সচেতন আইনজীবী সমাজের

রোববার, ০৪ জানুয়ারী ২০২৬
সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পাবনা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঢাকার আইনজীবীরা। রোববার,(০৪ জানুয়ারী ২০২৬) ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে নাঈম হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। ‘সচেতন আইনজীবী সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচিতে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনও একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এটা চব্বিশের অভ্যুত্থানের (চেতনার) সঙ্গে সাংঘর্ষিক।

‘আমরা জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এমন বাংলাদেশ চেয়েছি, যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে। সকলে সঠিক বিচার পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পত্রিকার পাতা খুললেই (দেখি) প্রত্যেকদিন বাংলাদেশের কোথাও না কোথাও হত্যাকাণ্ড হচ্ছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার কাছে।’

আরেক আইনজীবী পারভীন বলেন, ‘নাঈম কিবরিয়া আমাদের ভাই। তার হত্যার বিচার চাই। এছাড়াও বাংলাদেশের সব হত্যার দ্রুত বিচার দাবি করছি।’ গত ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।

প্রাথমিক পাওয়া তথ্যের ভিত্তিতে ভাটারা থানার ওসি ইমাউল হক বলেন, ‘নাঈম প্রাইভেটকার চালিয়ে বাসায় ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই মোটরসাইকেল আরোহীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় নাঈমের। ‘একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে মোটরসাইকেল আরোহীরা চলে যান।’ তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি ইমাউল বলেন, ‘মোটরসাইকেল অরোহীদের চিহ্নিত করা যায়নি। সিসি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’ এক প্রশ্নের জবাবে ওসি ইমাউল বলেন, ‘রাতেই আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

‘নগর-মহানগর’ : আরও খবর

» গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’, দলগুলোর ইশতেহারে সুস্পষ্ট করার দাবি বদিউলের

» ঢাকায় আন্তর্জাতিক ‘ছবি মেলা’, শুরু ১৬ জানুয়ারি

» মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও বাইকের সংঘর্ষে নিহত ২

» যুবককে কুপিয়ে হত্যা

» রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

সম্প্রতি