রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুইপক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে অবরোধ করা সতীর্থরা প্রায় চার ঘণ্টা পর সড়ক ছেড়েছেন। রোববার দুপুর ২টার পর শিক্ষার্থীরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয় বলে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার ব্যস্ত এ সড়কে যান চলাচল বন্ধ হলে তেজগাঁও, কারওয়ানবাজারসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। শুরু থেকেই শিক্ষর্থীদেরকে সরে যেতে পুলিশ অনুরোধ করলেও অবস্থান অব্যাহত রাখেন তারা।
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুইপক্ষের মধ্যে মারামারি হয় গত ৬ ডিসেম্বর। এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর রাতে মারা যান। নিহত সাকিবুল তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। পরদিন ১১ ডিসেম্বর তার মৃত্যুর প্রতিবাদে এবং এ হত্যাকা-ের তদন্তের দাবিতে ফার্মগেট এলাকায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তার সহপাঠীরা। পরে পুলিশের আশ্বাসে সেইদিন তারা সড়ক থেকে সরে গেলেও রোববার ফের তারা সড়কে নেমে বিক্ষোভ করে।
সহপাঠী শিহাব হোসেন বলেন, ‘কয়েকদিন আগে ছাত্র নামধারী কয়েকজন ছাত্রাবাসে হামলা চালালে ৩/৪ জন আহত হয়। তাদের মধ্যে সাকিব নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’ পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের মধ্যে মারামারি হয়, এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর রাতে মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি।’